ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিদিনের সেক্সের সুবিধাগুলি

নিয়মিত সেক্সের উপকারিতা

বিনোদন ডেক্স
আপলোড সময় : ২৫-১১-২০২৩ ০৫:৩১:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৩ ০৫:৩১:৫৮ অপরাহ্ন
নিয়মিত সেক্সের উপকারিতা
প্রতিদিনের সেক্সের সুবিধাগুলির মধ্যে একটি হল নিয়মিত ব্যায়ামের সুবিধাগুলির মতো, এটি ডোপামিন, সেরোটোনিন, এন্ডোরফিন এবং অক্সিটোসিনের মতো সুখ এবং পুরষ্কার হরমোনগুলিকে মুক্তি দেয়। এই বোধ-ভাল হরমোনগুলি বিষণ্নতা বন্ধ করতে সাহায্য করে এবং এটি একসাথে বিকাশের ঝুঁকি কমাতে পারে।

Ordinary sex medical advantages: রোজ যৌনমিলন করা উচিত‌। এমনটাই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এর পিছনে রয়েছে বেশ কয়েটটি বড় কারণ।

1/6সেক্স বা যৌনমিলনে যে সুখ তার সঙ্গে আর কোনওকিছুরই তুলনা চলে না। তবে রোজ সেক্স করা নিয়ে নানারকম ধারণা প্রচলিত রয়েছে। অনেকের ধারণা, এতে শরীরের ক্ষতি হয়। আদতে কিন্তু উল্টোটাই। বিজ্ঞানীরা বলছেন, রোজ সেক্স করলে নানা উপকার মেলে। (Freepik)

2/6হার্ট ভালো থাকে: যৌনমিলনের সময় শরীরে রক্ত সঞ্চালনের গতি বেড়ে যায়। এতেই আরও সুস্থ সবল থাকে হার্ট। নিয়মিত যৌনতায় মেতে উঠলে হার্টের রোগের ঝুঁকি কমে। (Freepik)

3/6রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে: নিয়মিত সেক্স করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আর দুর্বল থাকবে না। বরং ইমিউনোগ্লোব্যুলিন এ নামের এক অ্যান্টিবডির পরিমাণ বাড়তে থাকে। এতে আরও জোরদার হয় অনাক্রম্যতা। (Freepik)

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স