ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ২৫ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৪-১১-২০২৩ ০৬:০৪:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১১-২০২৩ ০৬:০৪:৫০ অপরাহ্ন
দেশে ২৫ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
দেশে ২৫ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক। আর ডলার সরবরাহে সংকট নেই বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মেজবাউল বলেন, দেশে ডলারের সরবরাহে সংকট নেই। ব্যাংকগুলোর চাহিদার তুলনায় বাড়তি ডলার কেনা আছে।

তিনি বলেন, চাহিদা ও জোগান মিলিয়ে বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ দশমিক ১৬ বিলিয়ন ডলার। আর দেশের অর্থনীতি আছে স্থিতিশীল অবস্থায়।

এদিন থেকেই ডলারের দাম ৫০ পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। তারা আশা করছেন, চলমান ধারা অব্যাহত থাকলে ডলারের দাম আরো কমে আসবে।

ডলারের দাম কমানোর সিদ্ধান্ত যৌক্তিক উল্লেখ করে মেজবাউল হক বলেন, বৈদেশিক মুদ্রার দাম বাজারের চাহিদা ও যোগানের ওপর নির্ভর করে। গত কয়েক মাসে ডলারের চাহিদা নজরদারি করেছে বাংলাদেশ ব্যাংক।

'পণ্য আমদানিতে কেউ মূল্য নিয়ে কারসাজি করে কিনা, কিংবা বিলাস পণ্য আসছে কিনা, তা দেখা হচ্ছে,' যোগ করেন তিনি।

মুখপাত্র বলেন, এতে করে কারেন্ট অ্যাকাউন্টে অতিরিক্ত আছে এক বিলিয়ন ডলারের বেশি। ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টে ঘাটতি থাকলেও তা কমে আসবে।

    আরো কমবে ডলারের দাম, অর্থনীতিতে স্বস্তির বাতাসআরো কমবে ডলারের দাম, অর্থনীতিতে স্বস্তির বাতাস

    দাম কমলো ডলারের, বিপাকে মজুদদাররাদাম কমলো ডলারের, বিপাকে মজুদদাররা

বৃহস্পতিবার থেকে রেমিট্যান্স ও রফতানি আয়ে ডলারের দাম ৫০ পয়সা কমানো হয়েছে। অর্থাৎ এখন থেকে রেমিট্যান্স ও রফতানির ক্ষেত্রে প্রতি ডলারে পাওয়া যাবে ১১০ টাকা। আর আমদানিকারকদের কাছে ডলার বিক্রি করা হবে ১১০ টাকা ৫০ পয়সায়, যা আগে ছিলো ১১১ টাকা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ডলারের জোগান বাড়াতে রফতানির মূল্য প্রত্যাশিত পরিমাণ ফেরত পাচ্ছে বাংলাদেশ।

দেশের ডলারের সরবরাহ নেই, উপরন্তু ব্যাংকগুলোর কাছে চাহিদার তুলনায় বাড়তি ডলার কেনা আছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।

তিনি বলেন, দেশে ডলারের সরবরাহ সংকট নেই। ব্যাংকগুলোর চাহিদার তুলনায় বাড়তি ডলার কেনা আছে। এখন প্রায় ৩৯টি ব্যাংকে কেনা আছে বাড়তি ডলার।

তবে কয়েকটি ব্যাংক ঋণপত্র খুলতে গিয়ে বাড়তি দামে ডলার জোগাড় করছে তা বাজারের 'ডলার সংকটের চিত্র নয়' বলে মন্তব্য করেন নির্বাহী পরিচালক।

বাংলাদেশের অর্থনীতি এখনো স্থিতিশীল রয়েছে মন্তব্য করে মুখপাত্র মেজবাউল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক - ফেড নীতি সুদ হার কমালে দেশে ডলারের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।

এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি আট শতাংশে নামিয়ে আনা বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য বলেও জানান তিনি।
আরবি

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ