ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পরী মণির নানাভাই মারা গেছেন

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৪-১১-২০২৩ ০৫:৫৩:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১১-২০২৩ ০৫:৫৩:৫৫ অপরাহ্ন
পরী মণির নানাভাই মারা গেছেন ফাইল ছবি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণির নানাভাই শামসুল হক গাজী মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১১ মিনিটে তিনি মারা যান।

পরিচালক চয়নিকা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে শামসুল হক গাজীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তিনি ভগিরাতপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।

চয়নিকা চৌধুরী পোস্টে লিখেছেন, 'আমাদের শ্রদ্ধেয় নানুভাই.. পরী মণি এর প্রিয় নানুভাই রাত ২:১১ মিনিটে ২৪ নভেম্বর এভারকেয়ার হাসপাতালের আই সি ইউ তে চিকিৎসারত অবস্থায় সবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে পরপারে চলে গিয়েছেন। আজাদ মসজিদে গোসল করানোর পর ভোর ৪টায় পরীমনি নানুভাইকে নিয়ে এখন তাঁর নিজ গ্রামের পথে। সেখানেই নানীর পাশে নানুভাইকে শায়িত করা হবে। সবাই পরীর জন্যে, পরীর নানুভাইর জন্যে দোয়া/প্রার্থনা করবেন, যেন পরপারে তিনি শান্তিতে থাকেন। পরী যেন সহ্য শক্তি পায়।'

পরী মণির নানাভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে চয়নিকা আরও লিখেছেন, 'আহা! নানুভাই আপনাকে কোনদিন ভুলবো না। আমার দেখা আপনি অসাধারণ সুশিক্ষিত একজন মানবিক মানুষ। আপনার ভালোবাসা অমলিন। শ্রদ্ধা আর ভালোবাসা।'

নানাভাই অসুস্থ থাকার কারণে এবছর নিজের জন্মদিনও পালন করেননি পরী মণি। তিনি তখন সাংবাদিকদের বলেন, 'নানুভাই অসুস্থ, হাসপাতালে ভর্তি। আর আমি প্রতি বছরই নানার হাত ধরেই একসঙ্গে কেক কাটি। আপনারা জানেন, আমার নানু আমার জন্য কী। তাঁর অসুস্থতার জন্য আমি শুটিংও বাদ দিয়েছিলাম। তাই এবার আগের মতো জন্মদিনটি পালন করতে পারছি না। তবে পরে একদিন সবাইকে নিয়ে উদযাপনের চেষ্টা করব।'

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ