ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামের ২৩ আসন থেকে ২৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ

চট্টগ্রামে নৌকার মাঝি হতে চান ২২১ জন

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২২-১১-২০২৩ ১০:২৮:০৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-১১-২০২৩ ১১:৪২:৩২ পূর্বাহ্ন
চট্টগ্রামে নৌকার মাঝি হতে চান ২২১ জন ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ফরম বিক্রির শেষ দিনে গতকাল বৃহত্তর চট্টগ্রামের ২৩ আসন থেকে ২৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। এর মধ্যে চট্টগ্রামের ১৬ আসন থেকে ২৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। কক্সবাজারের চারটি সংসদীয় আসন থেকে জমা দিয়েছেন ৬ জন প্রার্থী।

চট্টগ্রামের ১৬ আসন থেকে গত চার দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ২২১ জন। এদের মধ্যে আছেন বর্তমান মন্ত্রী-এমপি ও দলের শীর্ষ নেতা। তারা কেন্দ্রীয় কার্যালয়ে ফরম জমা দিয়েছেন। প্রথম দিনের মতো গতকাল শেষ দিনেও উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে মনোনয়ন ফরম নিয়ে জমা দিয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, কাজী মো. তানজীবুল আলম ও খোরশেদ আহমেদ জুয়েল।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন মো. ইউছুপ আলী জীবন। চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চসিক আংশিক) আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন মাসুদুল আলম। চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন মো. ছালামত আলী।

চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন মো. ওসমান গনি চৌধুরী। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চসিক আংশিক) আসন থেকে নিয়েছেন শেখ আমেনা খাতুন। চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসন থেকে নিয়েছেন আওয়ামী লীগ নেতা মো. এরশাদুল আমীন ও সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমদ।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন মাহবুবুর রহমান, নওশেদ সারওয়ার, সিটি কর্পোরেশনের কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, আকবর হোসেন ও এম এনামুল হক চৌধুরী। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ফরম নিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ ও আওয়ামী লীগ নেতা মো. আবুল কালাম আজাদ চৌধুরী।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী ও শাহিদা আকতার জাহান। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে নিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মনসুর, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু ও নাজমা আক্তার।

এদিকে কঙবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন হিয়ামুল ইসলাম। কঙবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসন থেকে নিয়েছেন মো. আনসারুল করিম। কঙবাজার-৩ (সদর) আসন থেকে ফরম নিয়েছেন মুহম্মদ বদিউল আলম ও ইশতিয়াক আহমদ জয়। কঙবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন সোনা আলী ও আজিজ উদ্দিন।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ