ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরের শ্রীপুরে তাকওয়া পরিবহনের একটি বাসে আগুন

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৬-১১-২০২৩ ১২:৩৯:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১১-২০২৩ ১২:৩৯:২৮ অপরাহ্ন
গাজীপুরের শ্রীপুরে  তাকওয়া পরিবহনের একটি বাসে আগুন ফাইল ছবি
গাজীপুরের শ্রীপুর তাকওয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) রাত বারোটার দিকে জৈনা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চৌরাস্তা থেকে ছেড়ে আসা ওই বাসটি জৈনা বাজারে যাত্রী নামিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অতর্কিতভাবে একদল যুবক এসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে বাসের চালক ও হেলপার দৌড়ে বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও বাসটিকে বাঁচানো যায়নি। পুড়ে গেছে বাসের সমস্ত অংশ।

এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি এফ এম নাসিম জানান, একদল দুষ্কৃতিকারী বুধবার রাত বারোটার দিকে জৈনা বাজার এলাকায় একটি তাকওয়া পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেয়। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চাঁদপুর, ঢাকা, বগুড়া, সিলেট, নোয়াখালী, গাজীপুর ও চট্টগ্রামে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ