ফকির লালন শাহের ১৩৩ তম তিরোধান দিবস উপলক্ষে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন উৎসব
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে লালন উৎসব ও গ্রামীণ মেলা।
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
১৬-১০-২০২৩ ০৭:৩৮:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১০-২০২৩ ০৭:৩৮:৫২ অপরাহ্ন
ফাইল ছবি :
বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৩ তম তিরোধান দিবস উপলক্ষে জেলার ছেঁউড়িয়ায় আখড়ায় আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন উৎসব ও গ্রামীণ মেলা।
ফকির লালন শাহের মাজারের ভেতরে আখড়ায় বাড়িতে বসেছে বাউল ফকিরদের আসর, বাইরে লালন মঞ্চে চলবে আলোচনা সভা। বাউল দর্শনের ভাবাবেগ আর উৎসুক দর্শকদের ভিড় সামাল দিতে নেয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। চলছে আলোক সজ্জা, পরিচ্ছন্নতা, মঞ্চ তৈরিসহ আরও নানা আয়োজন। দেশি-বিদেশি দর্শনার্থী, সাধক ও আয়োজকদের নিরাপত্তায় নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।
সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও লালন একাডেমির আয়োজনের এই উৎসবকে ঘিরে লালন আঁখড়া এখন সাধু ভক্তদের আড্ডায় মুখরিত।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি এহেতেশাম রেজা বলেন, ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল সন্ধ্যায় উদ্বোধনী দিনের প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।
কুষ্টিয়ার পুলিশ সুপার এএইচএম আবদুর রাকিব জানান,লালন উৎসবে আসা হাজারো মানুষের নিরাপত্তা দিতে তিনস্তরের বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
সূত্র: বাসস
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স