ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কি কি কথা বললে মেয়েরা উত্তেজিত হয়?

সেক্সের সময় কী ধরনের নোংরা কথা বললে মেয়েরা উত্তেজিত হয়?

বিনোদন ডেক্স
আপলোড সময় : ১০-১০-২০২৩ ০৮:১১:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১০-২০২৩ ০৮:১১:৩৭ অপরাহ্ন
সেক্সের সময় কী ধরনের নোংরা কথা বললে মেয়েরা উত্তেজিত হয়? ফাইল ছবি :
ব্রিটেনে এই সমীক্ষাটি চালানো হয়েছিল পাঁচ হাজার নারী-পুরুষকে নিয়ে। সেক্সের সময় কী ধরনের নোংরা কথা বললে মেয়েরা শিহরিত হয়? জানা যাচ্ছে,সেক্সের সময় যে কথা মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে, তা হল‘তোমার যোনিটা খুব সুন্দর।’ এই কথায় সবচেয়ে খুশি হন মধ্যবয়স্ক মহিলারা বিশেষত যাঁরা সন্তানের জন্ম দিয়েছেন।

কারণ, তাঁদের যোনি শিথিল হয়ে যায়। তাই পুরুষ সঙ্গীরা যদি ওই কথা বলে, তা হলে তাঁরা খুশি হন। আরও যে দু’টি কথা মেয়েদের শিহরিত করে, তা হল আহ‘তোমার স্তন কী নরম’এবং‘তোমার ঠোঁট খুব রসালো’। এ ছাড়াও যে কথাটি মেয়েরা খুব পছন্দ করে, তা হল‘তুমি খুব সেক্সি!’মেয়েরা চায় তার সঙ্গী লম্বা ও পেশিবহুল হবে। ভুঁড়িওয়ালা পুরুষদের বিছানায় নিতে মেয়েরা পছন্দ করে না। বড় ও মোটা পেনিস দেখতে মেয়েরা ভালবাসে।

অন্যদিকে, পুরুষরা মেয়েদের বড় স্তন দেখলে খুশি হয়। স্তন ছাড়াও পুরুষদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে মেয়েদের বড় নিতম্ব। সমীক্ষায় জানা গিয়েছে, ব্রিটিশ মেয়েদের একাংশ ওপেন সেক্স করতে পছন্দ করে। অর্থাৎ খোলা আকাশের নীচে নির্জন সমুদ্র সৈকত, পাহাড়ের কোল, জঙ্গল, সুইমিং পুল ইত্যাদি সেক্স করার জন্য তাদের পছন্দের জায়গা।

ঘরের মধ্যে সেক্সর সময় আলো জ্বালাতে মেয়েরা পছন্দ করে না। তবে ঘর এক্কেবারে অন্ধকার করে দেওয়াও পছন্দ নয় তাদের। বরং মেয়েরা চায় সেক্সের সময় ঘরের ভিতর জ্বলুক নাইট বালব। নাইট বালবের হালকা আলোয় পুরুষ সঙ্গীর নগ্ন দেহ তার সামনে মোহময় হয়ে ওঠে। ক্রমশ কাছাকাছি আসা এবং দুই জন মিলে এক হয়ে যাওয়া এনে দেয় স্বর্গসুখ।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ