জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
২২-০৯-২০২৩ ০৬:৪৫:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৯-২০২৩ ০৬:৪৫:০৫ অপরাহ্ন
ফাইল ছবি :
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে সাধারণ আলোচনায় প্রধানমন্ত্রীর এ ভাষণ দেওয়ার কথা রয়েছে। জাতিসংঘে এটি হবে বাংলায় দেওয়া তার ১৭তম ভাষণ।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় তুলে ধরবেন। শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর ভাষণের পদাঙ্ক অনুসরণ করে জাতিসংঘ অধিবেশনে বাংলায় ভাষণ দিয়ে আসছেন। প্রধানমন্ত্রী তার ভাষণ দেবেন রাত ১১টায়।
এ নিয়ে রেকর্ড ২০ বারের মতো কোনো সরকারপ্রধান হিসেবে ভাষণ দেবেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ শেষে বিকেলে ম্যানহাটন ম্যারিয়ট মারকুইস দরবার হলে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। শনিবার ওয়াশিংটনের উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়ে যাবেন তিনি।
৭৮ তম সাধারণ অধিবেশন উপলক্ষে বিশ্ব মিডিয়ার চোখ এখন জাতিসংঘের দিকে। এবারের অধিবেশনে অংশ নিয়েছে আমেরিকা, বাংলাদেশসহ ১৫০ টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান। বিশ্বনেতাদের সর্বোচ্চ আসরের সংবাদ সংগ্রহ করতে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে টানানো হয়েছে শতাধিক অস্থায়ী মিডিয়া তাবু। সংবাদ সংগ্রহে ব্যস্ত রয়েছে কয়েক হাজার সংবাদকর্মী।
বিশ্বনেতাদের প্রটোকলে নিরাপত্তার চাদরে ঢাকা নিউইয়র্কের ম্যানহাটন। নিউইয়র্ক পুলিশের পাশাপাশি নিয়োজিত রয়েছে আমেরিকার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সিক্রেট সার্ভিস, এফবিআই, ন্যাশনাল গার্ডসহ সকলপর্যায়ের নিরাপত্তা বাহিনী।c/24
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স