ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে বিএনপির সমাবেশ ঘোষণা

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২১-০৯-২০২৩ ০৩:৩৫:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৯-২০২৩ ০৩:৪৯:১৪ অপরাহ্ন
সারাদেশে  বিএনপির সমাবেশ  ঘোষণা ফাইল ছবি :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিদেশে চিকিৎসা দেওয়ার দাবিতে রোববার সারাদেশে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি একদফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি পাঠ করে শোনান। তিনি বলেন, বৃহস্পতিবার ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জের ভৈরব থেকে সিলেট পর্যন্ত রোডমার্চ কর্মসূচি চলছে।

২২ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরায় দুটি সমাবেশে এবং একই দিনে বাদ জুমা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, পৌর, ওয়ার্ড ও ইউনিয়নে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
 
২৩ সেপ্টেম্বর বরিশাল বিভাগের রোডমার্চ, ২৪ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে জেলা ও মহানগরে সমাবেশ। ২৫ সেপ্টেম্বর ঢাকার রায়ের বাজার ও আমিনবাজারে দুটি সমাবেশ, ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে রোডমার্চ এবং একই দিনে ঢাকায় পেশাজীবীদের সমাবেশ অনুষ্ঠিত হবে।
 
২৭ সেপ্টেম্বর ঢাকার গাবতলী ও নারায়ণগঞ্জের ফতুল্লায় সমাবেশ, ২৯ সেপ্টেম্বর ঢাকায় মহিলা দলের সমাবেশ, ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবীদের সমাবেশ, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোডমার্চ,

২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ ও ৩ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রামে রোডমার্চ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। c/214


 

 


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ