ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যারিস্টার খোকনসহ ১৩ আইনজীবীর আগাম জামিন

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৮-০৯-২০২৩ ০৫:৩৬:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৯-২০২৩ ০৫:৩৬:৩১ অপরাহ্ন
ব্যারিস্টার খোকনসহ ১৩ আইনজীবীর আগাম জামিন ফাইল ছবি :
ঢাকা জজ কোর্ট এলাকায় বিএনপিপন্থি আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনসহ ১৩ আইনজীবীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের ৮ সপ্তাহের আগাম জামিন দেন। সেই সাথে এই সময়ের মধ্যে এদের ঢাকা মহানগর দায়রা আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

আগাম জামিন পাওয়া অন্য আইনজীবীরা হলেন- বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ সম্পাদক মাহবুবুর রহমান খান, দেওয়ান হুমায়ূন কবির রিপন, আল ফয়সাল সিদ্দিকী, মোঃ কাইয়ুম, মোঃ শাহাদাত হোসেন আদিল, রাসেল আহমেদ, মহিদুল ইসলাম শিপন, আশর

আজ হাইকোর্টে আইনজীবীদের জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, আইনজীবী মহসিন রশিদ ও আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর ঢাকা জজ কোর্ট এলাকায় বিএনপিপন্থি আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলায় ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, খোরশেদ আলম মিয়াসহ ৪৯ জনকে পুলিশ রিপোর্ট দাখিল করা পর্যন্ত জামিন দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ঢাকা জজকোর্ট এলাকায় আইনজীবীদের পদযাত্রায় পুলিশের লাঠিচার্জে অন্তত ৫০ জন আইনজীবী আহত হয়েছেন বলে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের পক্ষ থেকে অভিযোগ করা হয়।chnel/i

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ