ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ,আহত অর্ধশত

আপলোড সময় : ১২-০৯-২০২৩ ০৩:৩৫:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৯-২০২৩ ০৩:৩৫:৩৩ অপরাহ্ন
আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ,আহত অর্ধশত ফাইল ছবি :
ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে পদযাত্রা করার সময় আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের অতিরিক্ত উপ-কমিশনারসহ (এডিসি) অর্ধশতাধিক আইনজীবী আহত হয়েছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা আইনজীবী সমিতির মূল ফটকের সামনে (ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের উল্টো পাশে) এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে কোতয়ালী জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহিত কবির সেরনিয়াবাতসহ পাঁচ-ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আইনজীবীদের দাবি, পুলিশের লাঠিচার্জে অর্ধশতাধিক আইনজীবী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ পদযাত্রার আয়োজন করে ইউনাইটেড ল'ইয়ার্স ফ্রন্টের ঢাকা বার ইউনিট। দুপুর ১২টার দিকে তারা ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে পদযাত্রা নিয়ে রায় সাহেব বাজার অভিমুখে যাত্রা করে। কিছু দূর যেতেই পুলিশ তাদের পথ রোধ করে। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। আইনজীবীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। তারপরও আইনজীবীরা সামনের দিকে এগিয়ে যান। তারা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে যান। সেখান দিয়ে সিএমএম আদালতে ঢুকতে গেলে পুলিশ তাদের আটকে দেয়। কিছুক্ষণ সেখানে ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ প্রধান ফটক খুলে দেয়। আইনজীবীরা সিএমএম আদালতের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ অবস্থান করে তারা সেখান থেকে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে আসেন। তারা সেখানে এসে সমাবেশ করেন।

আইনজীবীরা বলেন, শেখ হাসিনার পদত্যাগের আন্দোলন চলছে, চলবে। যতই বাধা আসুক, আমরা আন্দোলন চালিয়ে যাবো। যত বাধা আসবে, আন্দোলন আরও কঠোর হবে।c24

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ