ঢাকা , শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ , ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরী মেয়েদের মন পেতে করনীয় কি ?

মেয়েদের মন পাওয়ার উপায় কী?

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১০-০৯-২০২৩ ০৮:০১:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৯-২০২৩ ০৮:০৬:২০ অপরাহ্ন
মেয়েদের মন পাওয়ার উপায় কী? ফাইল ছবি :
১. ভালবাসার প্রথম শর্ত হল ভালোবাসার মানুষের কাছে কোন কিছু গোপন রাখা যাবেনা। সব সময় তার কাছে সৎ থাকার চেষ্টা করুন। ২. প্রত্যেকটি মানুষেরই ভালো মন্দ দুটি দিক থাকে। আপনার ভালোবাসার মানুষটিরও সেরকম কিছু দূর্বলতার দিক থাকতে পারে। সেই কথা বলে কখনোই তাকে রাগান যাবেনা। ৩. আত্মবিশ্বাসী হতে হবে। মেয়েরা আত্মবিশ্বাসী ও ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষদের পছন্দ করে। প্রিয়মানুষের মানসিক ও শারীরিক চাহিদার প্রতি খেয়াল রাখতে হবে। ৪. নিজের অর্থসম্পদের চেয়ে তাকে বেশি ভালবাসতে হবে। প্রত্যেক নারী তার প্রিয়জনের কাছ থেকে সর্বোচ্চ ভালবাসা পেতে চায়। নারী চায় তার প্রিয়মানুষ তার প্রতি যত্মবান হোক। সবকিছুর উর্ধ্বে তাকে দেখুক। ৫. মেয়েরা হাস্য-রস পছন্দ করে। যেসব ছেলেরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসি তামাশা করতে পারে, মেয়েরা ঐসব ছেলেদের পছন্দ করে। ৬. মেয়েরা পরিস্কার পরিচ্ছন্নতা ও ফিটফাট থাকতে পছন্দ করে। মেয়েরা চায় তার ভালোবাসার মানুষটি সব সময় ফিটফাট থাকুক। ৭. প্রিয়তমাকে প্রশ্ন করার সুযোগ করে দিতে হবে। সে কি জানতে চায় সেদিকে থেয়াল রাখুন। ৮. নিজের পরিবারের সম্পর্কে তার সামনে খোলামেলা আলোচনা করতে হবে। এতে মেয়েরা নিজেদের অনেকটা নিরাপদ মনে করে। ৯. ফেলে আসা জীবনে যেসব মেয়েদের সঙ্গে আপনার প্রেম ছিল। সেসব গল্প কখনোই প্রিয়তমাকে বলবেন না। যদি সে কখনো জানতে চায় তবেই বলা যেতে পারে। তবে বেশী না। ১০. মেয়েরা কথার ছলে গল্প বলতে ভালোবাসে। আপনার প্রিয় মানুষটির গাল-গল্পে বিরক্ত হবেন না যেন। তাহলে সে আপনার উপরে চটে যাবে। ১১. প্রিয়তমার সঙ্গে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে আবেগ প্রকাশ করে কথা বলুন। এতে মেয়েরা খুশি হয়। ১২. আপনার মনে অনেক কষ্ট থাকতেই পারে। প্রিয় নারীকে কখনো আপনার দুঃখ-কষ্ট বুঝতে দেবেন না। তার সামনে সব সময় হাসি খুশি থাকুন। ১৩. যখনি সময় পান প্রিয়জনের কাছাকাছি থাকুন। শত কাজের মাঝেও তাকে সময় দিতে চেষ্টা করুন। ১৪. প্রিয়মানুষটির পছন্দ-অপছন্দের প্রতি খেয়াল রাখুন। তার ভালো লাগা, খারাপ লাগার বিষয়গুলো মাথায় রাখুন। ১৫. আপনার ভালোবাসার মানুষটির সঙ্গে কখনো অন্যকোন মেয়ের তুলনা করবেন না। নারীরা সাধারণত তার সাথে অন্য কোন নারীর তুলনা পছন্দ করেনা। ১৬. অনেকেই মনে করেন ভালোবাসার মানুষের সঙ্গে বন্ধত্ব করা যায় না। এই কথাটি একদমই ভুল। ভালোবাসার মানুষের সাথে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরী করুন, তারপর প্রেম করুন। ১৭. আপনার ভালোবাসার মানুষের মতামতকে সব সময় সম্মান দেখাতে চেষ্টা করুন। তার নিজস্ব চিন্তা-চেতনাকে সম্মান করুন। ১৮. ভালোবাসার মানুষের দেহের মোহে না পরে তার মনের প্রতি গুরুত্ব দিন। তার শরীরকে নয়, তার মনটাকে ভালবাসতে চেষ্টা করুন। ১৯.নারীরা স্বাভাবিকভাবেই কোমল। তাই আপনার প্রিয় মানুষটির সাথে কথা বলার সময় কখনই কঠোর হবেন না।যথা সম্ভব কোমল সুরে নারীর সঙ্গে কথা বলতে চেষ্টা করুন। ২০. মেয়েরা সাধারণত খুব আবেগ প্রবণ হয়। তাই তারা সব সময় পরিবার-পরিজন নিয়ে থাকতে ভালোবাসে। তাই আপনার প্রিয়মানুষটির পরিবারের প্রতি খেয়াল রাখুন। খোঁজ খবর নিন খুব সহজেই পেতে পারেন আপনার ভালোবাসার মানুষের মন। জিজ্ঞাসা করুন- সে কী চায়? সব মেয়ের চাওয়া এক ধরনের হয় না। ... বিশ্বাস অর্জন করুন মেয়েদের খুশি রাখার আরেকটি উপায় হলো তাদের বন্ধু হওয়া, বিশ্বাস অর্জন করা। ... খোলাখুলি কথা বলুন কথা বলার সময় স্মার্টনেস বজায় রাখুন। ... শুনুন তার কথা মেয়েরা কথা বলতে ভালোবাসে। ... তাকে হাসান ... প্রশংসা করুন

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ