যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান আর নেই
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
২২-০৮-২০২৩ ০৮:১৬:০২ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৮-২০২৩ ০৮:১৬:০২ অপরাহ্ন
ফাইল ছবি :
দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় তিনি হার্ট অ্যাটাক করে মারা যান।
এ তথ্য নিশ্চিত করে তার স্ত্রী ফারজানা মাহমুদ জানান, বিকাল ৪টার দিকে অসুস্থ বোধ করেন হাবিবুর রহমান। এসময় হঠাৎ বমি শুরু করেন। পরে দ্রুত তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তিনি আর নেই।
হাবিবুর রহমান খান মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে পড়ালেখা শেষ করে তিনি সাংবাদিকতায় মনোনিবেশ করেন।
হাবিবুর রহমান খান জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ইউনিটির সদস্য।
C24
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স