ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশ ও জাতির সেবায় সশস্ত্র বাহিনী সর্বদা নিয়োজিত: সেনাপ্রধান

দেশ ও জাতির সেবায় সশস্ত্র বাহিনী সর্বদা নিয়োজিত: সেনাপ্রধান

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০৪:৪৪:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০৪:৪৪:৪৯ অপরাহ্ন
দেশ ও জাতির সেবায় সশস্ত্র বাহিনী সর্বদা নিয়োজিত: সেনাপ্রধান ফাইল ছবি
ঢাকা (বাংলার জমিন): সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ জাতির সেবায় সর্বদা নিয়োজিত। আমাদের প্রধান লক্ষ্য সার্বভৌমত্ব রক্ষা করা এবং যে কোনো জাতীয় সংকটে জনগণের পাশে দাঁড়ানো।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং২০২৫/২৬-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান সামাজিক জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং এই সংস্থার সব সদস্যকে অভিনন্দন জানান। তিনি বলেন, বিএনসিসি ক্যাডেটরা শৃঙ্খলা, নেতৃত্ব দেশপ্রেমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে, যা ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ পরিদর্শন সালাম গ্রহণ করেন। সময় বিভিন্ন কৃতি বিএনসিসি সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। পরে প্যারেড গ্রাউন্ডে মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করে বিএনসিসি ক্যাডেটরা।
অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব, পদাতিক ডিভিশনের জিওসি, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালকসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ