ছবি: সংগৃহীত
রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর স্বাস্থ্য ল্যাবরেটরি মোড় অবরোধ করে রাখেন। এতে ঢাকার গাবতলী থেকে কাওরানবাজার পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের কারণে বাস, ব্যক্তিগত গাড়ি ও জরুরি যানবাহন দীর্ঘ সময় আটকে থাকে। অনেক অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের ঘণ্টার পর ঘণ্টা সড়কে ভোগান্তিতে পড়তে দেখা যায়।
এর আগে গত ১৩ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাত কলেজের শিক্ষার্থীরা তিনটি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচির কথা জানান। বিবৃতিতে তারা উল্লেখ করেন, জানুয়ারির প্রথম দিকে শিক্ষার্থীদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় এবং দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় বাধ্য হয়ে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে অবরোধের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে জনজীবনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে বলে জানা গেছে।