ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল থেকেই মনোনয়নপত্র যাচাই–সংক্রান্ত আপিল শুনানি গ্রহণ করছে নির্বাচন কমিশন

ইসিতে আপিল শুনানির চতুর্থ দিন: আজ ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৪:২৩:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৪:২৩:৩৯ অপরাহ্ন
ইসিতে আপিল শুনানির চতুর্থ দিন: আজ ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি “ইসিতে আপিল শুনানির চতুর্থ দিন”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই–সংক্রান্ত আপিল শুনানির ধারাবাহিকতায় আজ (চতুর্থ দিন) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল থেকেই শুরু হওয়া এই শুনানিতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের আপিল নিষ্পত্তি করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রার্থী কিংবা তাঁদের আইনজীবীরা উপস্থিত থেকে নিজ নিজ আপিলের পক্ষে যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে কমিশন প্রতিটি আপিলের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করছে।

ইসি সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধারাবাহিকভাবে সব আপিলের শুনানি সম্পন্ন করা হবে। আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে, যা আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। আইন ও বিধিমালার আলোকে প্রতিটি আপিল পর্যালোচনা করে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়।

উল্লেখ্য, মনোনয়নপত্র বাছাইয়ে যেসব প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছিল, তাঁদের একটি অংশ এই আপিল শুনানির মাধ্যমে পুনর্বিবেচনার সুযোগ পাচ্ছেন। আজকের শুনানিতে নিষ্পত্তিকৃত আপিলগুলোর সিদ্ধান্ত নির্বাচন পরিস্থিতিতে কী প্রভাব ফেলে, সেদিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।

বাংলার জমিন


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ