ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রেস সচিব জানান, এর আগে এভাবে নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন

ইইউ পর্যবেক্ষক মিশন নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক, গুরুত্ব পাচ্ছে নির্বাচন

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৪:৩৪:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৪:৩৪:২৯ অপরাহ্ন
ইইউ পর্যবেক্ষক মিশন নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক, গুরুত্ব পাচ্ছে নির্বাচন নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎকালে অতিথিরা।

নির্বাচন পর্যবেক্ষণ গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনার অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসএর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

সাক্ষাতে আসন্ন নির্বাচন, নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়া, স্বচ্ছতা গ্রহণযোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধিদলটি বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে ইইউর আগ্রহ প্রস্তুতির কথা তুলে ধরে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বিষয়ে গণমাধ্যমকে জানান, এর আগে বাংলাদেশে এভাবে পূর্ণাঙ্গ আগাম প্রস্তুতিমূলক নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানো হয়নি। তিনি বলেন, “পূর্ববর্তী কিছু নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন ছিল। সে অভিজ্ঞতা থেকেই ইইউ এবার আগেভাগেই নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।

সাক্ষাতে নির্বাচন ছাড়াও গণপূর্ত অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। ইইউ প্রতিনিধিদল বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম গণতান্ত্রিক অগ্রগতিতে আগ্রহ প্রকাশ করে।

প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচন প্রক্রিয়ায় আস্থা গ্রহণযোগ্যতা আরও বাড়াবে।

সাক্ষাৎটি ভবিষ্যতে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের মধ্যে গণতন্ত্র, নির্বাচন উন্নয়ন সহযোগিতা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ