নাগরিক পার্টির (এনসিপি) ১২ নেতা পদত্যাগ
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
১১-০১-২০২৬ ০৪:২০:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০১-২০২৬ ০৪:২০:৫৮ অপরাহ্ন
বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নাগরিক পার্টির (এনসিপি) ১২ নেতার পদত্যাগের ঘোষণা।
বাগেরহাটে নাগরিক পার্টির (এনসিপি) ১২ জন নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির প্রধান সমন্বয়কারী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আলী হোসেন বলেন,
“২০২৪ সালের গণঅভ্যুত্থানের যে অঙ্গীকার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এনসিপির জন্ম হয়েছিল, বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে তার সঙ্গে স্পষ্ট অসমঞ্জস্যতা পরিলক্ষিত হচ্ছে। যে স্বপ্ন ও আদর্শ নিয়ে আমরা পথচলা শুরু করেছিলাম, তার ব্যত্যয় ঘটেছে।”
তিনি আরও বলেন, এই আদর্শিক ও নীতিগত বিচ্যুতির কারণেই আমিসহ মোট ১২ জন নেতা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত পদত্যাগকারী নেতারা জানান, তারা রাজনীতিতে আদর্শ ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামীতেও নিজেদের অবস্থান স্পষ্ট রাখবেন। ভবিষ্যতে তারা কী ধরনের রাজনৈতিক বা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হবেন, সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলেও উল্লেখ করেন তারা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স