ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অপু বিশ্বাস ও সানজিদা আফরিনকে ঘিরে আমারি ঢাকায় Auravia BRAND-এর যাত্রা শুরু

আমারি ঢাকায় Auravia BRAND উদ্বোধনে অপু বিশ্বাস ও সানজিদা আফরিন

বিনোদন ডেক্স
আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৪:০৬:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৪:০৯:১২ অপরাহ্ন
আমারি ঢাকায় Auravia BRAND উদ্বোধনে অপু বিশ্বাস ও সানজিদা আফরিন অপু বিশ্বাস ও সানজিদা আফরিনের উপস্থিতিতে আমারি ঢাকা –এ Auravia BRAND-এর মোড়ক উন্মোচন

কালো থিমের এক অনন্য আয়োজনে তারকাবহুল উপস্থিতি

ঢাকার অভিজাত আমারি ঢাকা –এ অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মানের নতুন ব্র্যান্ড Auravia–এর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। সম্পূর্ণ কালো থিমে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে দেশের বিনোদন ও সমাজসেবামূলক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের টপ কুইন ও জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার উপস্থিতিতে পুরো আয়োজনটি আরও বেশি প্রাণবন্ত ও আলোকিত হয়ে ওঠে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, ইনফ্লুয়েন্সার এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি–এর এলএলবি প্রথম বর্ষের ছাত্রী সানজিদা আফরিন

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি–পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত শিক্ষকবৃন্দ (ইন্সট্রাক্টর/স্যার), উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সবাই একত্রে কেক কাটার মাধ্যমে Auravia BRAND–এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন।

উদ্বোধনী মুহূর্তে অতিথিরা ব্র্যান্ডটির ভবিষ্যৎ পরিকল্পনা ও গুণগত মানের ভূয়সী প্রশংসা করেন এবং Auravia বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল খাতে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের অংশগ্রহণে একটি স্মরণীয় গ্রুপ ফটোসেশন অনুষ্ঠিত হয়, যা পুরো আয়োজনকে আরও প্রেস্টিজিয়াস ও স্মরণীয় করে তোলে।


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ