ইনজুরিতে তাসকিন
বিনোদন ডেক্স
আপলোড সময় :
১০-০৪-২০২৫ ০৪:৪৬:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৪-২০২৫ ০৪:৪৬:৩৩ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী ২০ এপ্রিল সিলেটে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচকে সামনে রেখে ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে নেই পেসার তাসকিন আহমেদ। মূলত গোড়ালির ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা হচ্ছে না ফর্মে থাকা এই ডানহাতি টাইগার পেসারের। শুধু তাই নয়, চিকিৎসার জন্য এবার দেশের বাইরে যেতে পারেন তাসকিন।
তাসকিনকে নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী বলেছেন, পরামর্শের জন্য হয়তো বাইরে পাঠানো হতে পারে। তাসকিনের ট্রিটমেন্ট চলছে, তাকে খেলা থেকে দূরে রাখা হয়েছে। আরও ভালো কিছু করা যায় কি না এ ব্যাপারে আমরা আলোচনা করছি। এখন এই আলোচনা করে যদি একটা ভালো কিছু হয় তাহলে তো ভালো। এখন যদি ওরা (বাইরের ডাক্তার) বলে যে তারা দেখতে চায়, তাহলে যেতে হবে বাইরে।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছিলেন তাসকিন। সম্প্রতি বাঁ পায়ের গোড়ালির হাড় অস্বাভাবিক বৃদ্ধি ধরা পড়ে। যে কারণে ব্যথা নিয়ে খেলতে হয় তাকে।
দেবাশীষ আরও জানান তাসকিনের গোড়ালির এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি মিলবে না। তিনি বলছিলেন, এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি পাওয়া সম্ভব না। এটা নিয়েই চলতে হবে, এটাকে ম্যানেজ করে খেলতে হবে। ওর ব্যথাটা আসলে যাওয়া আসার মধ্যে থাকবে, ওকে ম্যানেজ করে খেলতে হবে।
তাসকিনের কাঁধের উদাহরণ টেনে দেবাশীষ বলছিলেন, ওর শোল্ডারে তো সমস্যা আছে, সেটা ম্যানেজ করেই খেলে। যখন এটার জন্য সে ইংল্যান্ডে গিয়েছিল তখন বলেছিল অপারেশন করতে। আমরা তো অপারেশন করাইনি, রিহ্যাব করিয়ে বিভিন্ন পদ্ধতিতে ওকে আমরা খেলিয়েছি। ম্যানেজ করতে হচ্ছে আর কি।
তাসকিনের গোড়ালির ইনজুরি নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক আরও বলেন, এখন এই গোড়ালির অপারেশন করলে জিনিসটা আনসারটেন হয়ে থাকে, আদৌ খেলতে পারবে কি না সেটা বলা কঠিন। এজন্য অপারেশন জিনিসটা যত দেরিতে করা যায়, আর না করলে তো আরও ভালো।
আগামী ১৫ এপ্রিল ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে। এরপর ২০ এপ্রিল প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। ২৮ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
সিলেট টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স