ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিএনপির র্যালি
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
১০-০৪-২০২৫ ০৪:৩৮:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৪-২০২৫ ০৪:৩৮:৫৫ অপরাহ্ন
ফাইল ছবি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রতিদিনই বাড়ছে ইসরায়েলি হামলার তীব্রতা। এতে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। এ অবস্থার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ রাজধানীতে র্যালি করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র্যালি শুরু হবে। এরপর র্যালিটি শান্তিনগর, মৌচাক ও মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।
সরেজমিনে দেখা গেছে, এ কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় ফিতা বেঁধে ও নানান ধরনের প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা ‘গাজা হত্যাযজ্ঞ বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পক্ষে, বর্বরতার বিরুদ্ধে’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এদিকে কর্মসূচি ঘিরে নয়াপল্টন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নেওয়ার পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরাও।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে র্যালি শেষ করতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এই প্রতিবাদ ও সংহতি র্যালিতে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, ফিলিস্তিনে শিশু ও সাধারণ মানুষের ওপর অব্যাহত হামলার প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করেছে বিএনপি।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স