ঢাকা , রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ , ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত, আহত ৩০

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৩:০৭:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৩:০৭:০৮ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত, আহত ৩০ ফাইল ছবি
ফরিদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার জোয়াইরের মোড় নামক স্থানে বাস দুর্ঘটনায় ৬ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।  আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

 ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর একটি টিম।  দুর্ঘটনাটি ঘটে বেলা সোয়া ১১টার দিকে।
 প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস ঘটনাস্থল জোয়াইরের মোড় এলাকার শরিফ জুটমিলের কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে খাদে পড়ে যায়।  এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।  হাসপাতালে নেবার পথে বাবা-ছেলেসহ ৬ জন নিহত হয়।  আহত হয় কমপক্ষে ৩০ জন।  নিহতদের পরিচয় জানা যায়নি।

 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, আহত প্রায় ৩০ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ