ঢাকা , সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের ১৭ রকেট হামলা,

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ০৪:৪৮:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ০৪:৪৮:৪৪ অপরাহ্ন
ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের ১৭ রকেট হামলা, ফাইল ছবি
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড ঘোষণা করেছে, তারা ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত গণহত্যা ও বর্বরতার জবাবে অধিকৃত আশদোদ এবং আশকেলন শহরে রকেট নিক্ষেপ করেছে।

 ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে, গাজা উপত্যকা থেকে আশদোদের দিকে ৭টি এবং লাচিশ এলাকার দিকে ১০টি রকেট নিক্ষেপ করা হয়েছে।  বলা হচ্ছে, ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।  এছাড়া, ইসরায়েলি সেনাবাহিনীও গাজা থেকে ছোড়া সব রকেট মোকাবেলা করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছে।
 গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৭ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের বর্বর হামলায় অন্তত ৫০ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, আহত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৩৮ জন।  আর গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে শহীদ ব্যক্তির সংখ্যা ৬১ হাজার ৭০০।  তাঁদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিরাও রয়েছেন।
 সূত্র : পার্সটুডে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ