ঢাকা , বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৫:৫১:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৫:৫১:১৬ অপরাহ্ন
এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব ফাইল ছবি
চার দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

 বুধবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান।

 শফিকুল আলম বলেন, আগামী শুক্রবার কক্সবাজারে প্রায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব।  প্রধান উপদেষ্টার সৌজন্যে রোহিঙ্গা শরণার্থীশিবিরে এই ইফতার পার্টির আয়োজন করা হবে।

 প্রেসসচিব বলেন, রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে গেছে।  জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সমস্যা বিশ্বনেতাদের নজরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন ডেপুটি প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেসসচিব সুচিস্মিতা তিথি।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ