ঢাকা , শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সেমিফাইনালের আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ০৩:৪৪:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ০৩:৪৪:৩৫ অপরাহ্ন
সেমিফাইনালের আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া ফাইল ছবি
সেমিফাইনালের আগে  দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া।  কারণ চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন দলের ওপেনার ম্যাথু শর্ট।  আর তার পরিবর্তে অস্ট্রেলিয়ার স্কোয়াডে এসেছেন নতুন অস্ত্র।  স্পিনার কুপার কোনোলি।

 দুবাইতে স্পিন দাপট দেখাচ্ছে ভারত।  এবার সেখানেই অজিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নামবে দলটি।  তার ঠিক আগে অস্ট্রেলিয়ান টিমে চমক।  শর্টের অনুপস্থিতিতে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে কুপার কনোলিকে।

 তরুণ এই স্পিনিং অলরাউন্ডার অতিরিক্ত খেলোয়াড় হিসেবে আগেই দলের সঙ্গে ছিলেন।  তবে একাদশে ভারসাম্য বজায় রাখতে শর্টের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।  বিশেষ করে দুবাইয়ের উইকেটে তার বোলিং দলের জন্য কার্যকর হতে পারত।  তার বদলে ওপেনিংয়ে জেইক ফ্রেজার-ম্যাকগার্ককে খেলানোর সম্ভাবনা রয়েছে, তবে তিনি বোলিংয়ে অবদান রাখতে পারবেন না।



 চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের সময় ফিল্ডিং করতে গিয়ে ম্যাথু শর্টের পায়ের পেশিতে টান ধরেছিল।  পরে তিনি ব্যাটিংয়ে নামার পর পায়ের চোটে কষ্ট পাচ্ছিলেন।  তাঁকে দেখেই সেটা বোঝা যাচ্ছিল।  অজি শিবির ভেবেছিল পরে শর্ট সুস্থ হয়ে উঠবেন।  কিন্তু শেষ চারের লড়াইয়ের আগে তেমনটা না হওয়ার ফলে পরিবর্ত ক্রিকেটার নিতে বাধ্য হল অস্ট্রেলিয়া।

 ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার।  জয়ী দল ফাইনালে উঠবে, তবে ম্যাচের ভেন্যু নির্ভর করছে ফলাফলের ওপর।  অস্ট্রেলিয়া জিতলে ফাইনাল হবে লাহোরে, আর ভারত জিতলে ফাইনাল হবে দুবাইতে।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ