ঢাকা , সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই রাজনীতিতে জায়গা পাবে না : হাসনাত

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০২:৪৮:০১ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০২:৪৮:০১ অপরাহ্ন
ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই রাজনীতিতে জায়গা পাবে না : হাসনাত ফাইল ছবি
'ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না' বলে মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

 শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।  হাসনাত লিখেছেন, রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান।  আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাব।

 আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনও করব না।  স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না।

 যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল।  আমরা নির্ভুল নই।  কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং 'যদি', ‘কিন্তু’, 'অথবা' ব্যতীত আমরা আমাদের ভুল সংশোধন করে নেব।
 বিডি-প্রতি

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ