ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সুবাকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৪-০২-২০২৫ ০৫:২৭:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০২-২০২৫ ০৫:২৭:৪৩ অপরাহ্ন
সুবাকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ফাইল ছবি
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে বরিশাল থেকে ঢাকায় এসে মোহাম্মদপুর এলাকা থেকে রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আরাবি ইসলাম সুবা নামে ১১ বছরের এক শিক্ষার্থী নিখোঁজ হয়। তার নিখোঁজের পর তার বাবা-মা ভেঙে পড়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার সন্ধান চেয়ে তার ছবি দিয়ে পোস্ট করেন। অবশেষে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তাকে নওগাঁ প্রেমিকের বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় এক তরুণকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, ঢাকা থেকে আদাবর থানা ও ডিবির একটি টিম নওগাঁ জেলায় গিয়ে জেলা পুলিশের সহায়তায় নিখোঁজ কিশোরী আরাবি ইসলাম সুবাকে শনাক্ত করে। এরপর তাকে উদ্ধার করা হয়। কিশোরীটি যে তরুণের সঙ্গে পালিয়েছিল তাকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন

এদিকে, উদ্ধার হওয়ার পর সুবা গণমাধ্যমকে বলেন, তার সঙ্গে সেই তরুণের পরিচয় টিকটকের মাধ্যমে। তার বাসায় ভালো লাগতো না তাই সে তার প্রেমিকের সঙ্গে পালিয়েছে।

এরআগে, মেয়ে নিখোঁজের বিষয়ে জানতে চাইলে সুবার বাবা ইমরান রাজিব বলেন, সুবা বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্ত্রীর ক্যানসারের চিকিৎসার জন্য দুই মাস ধরে ঢাকায় বোনের (সুবার ফুফু) বাড়িতে আছি।


তিনি আও বলেন, রোববার সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুফাতো ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ