ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নীলপদ্ম’র প্রিমিয়ার
                                
                                
                                
                                    
                                        
                                            
                                                  বাংলার জমিন ডেস্ক :  
                                                
                                                     আপলোড সময় : 
                                                      
                                                                                                              ১৫-০১-২০২৫ ০৫:৫০:৪১ অপরাহ্ন
                                                        
                                                
  
                                                
                                                     আপডেট সময় : 
                                                                                                            ১৫-০১-২০২৫ ০৫:৫০:৪১ অপরাহ্ন
                                                       
                                                
 
                                             
                                         
                                        
                                        
                                     
                                 
                             
                            
                                
                                 ফাইল ছবি 
                             
                            
                            
                            
                                কয়েকদিন আগেই আসর বসেছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। চলতি বছর ৯টি বিভাগে দেখানো হবে ৭৫টি দেশের ২২০টি চলচ্চিত্র। এবার সেই তালিকায় জায়গা করে নিয়েছে অভিনেত্রী রুনা খান অভিনীত সিনেমা 'নীলপদ্ম'।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায়, জাতীয় জাদুঘর মিলনায়তনে প্রদর্শিত হবে সিনেমাটির প্রথম শো। পরের শোটি হবে উৎসবের শেষ দিন আগামী ১৯ জানুয়ারি বিকেল ৩টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে।
এ প্রসঙ্গে গণমাধ্যমে রুনা খান বলেন, আমি দুদিনই উপস্থিত থেকে সিনেমাটি দর্শকের সঙ্গে দেখতে চাই। সকল দর্শককে 'নীলপদ্ম' দেখার আমন্ত্রণ জানাই। যত বেশি দর্শকের কাছে এটি পৌঁছাবে ততই আমাদের পরিশ্রম সার্থক বলে মনে হবে। আমি চাই সিনেমাটি দেখে দর্শক তাদের সব ধরনের ফিডব্যাক আমাদের দেবেন।
মূলত দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে সাজানো হয়েছে 'নীলপদ্ম'র গল্প। সিনেমাটি নির্মাণ করেছেন তৌফিক এলাহী। উৎসবে
প্রসঙ্গত, 'নীলপদ্ম' সিনেমায় রুনা ছাড়া আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু, শাহেদ আলী, সুজাত শিমুল প্রমুখ। বিশেষ চরিত্রে রয়েছেন রোকেয়া প্রাচী।
 
                            
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
                                
                
 
 কমেন্ট বক্স