কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা
                                
                                
                                
                                    
                                        
                                            
                                                  বিনোদন ডেক্স  
                                                
                                                     আপলোড সময় : 
                                                      
                                                                                                              ১১-০১-২০২৫ ০৩:০১:২৪ অপরাহ্ন
                                                        
                                                
  
                                                
                                                     আপডেট সময় : 
                                                                                                            ১১-০১-২০২৫ ০৩:০১:২৪ অপরাহ্ন
                                                       
                                                
 
                                             
                                         
                                        
                                        
                                     
                                 
                             
                            
                                
                                 ফাইল ছবি 
                             
                            
                            
                            
                                মাজার, বাউল সংগীত ও কাওয়ালি গানসহ সাংস্কৃতিক আয়োজনের ওপর হামলা সহ্য করবে না অন্তর্বর্তী সরকার। ঢাকায় চীনা দূতাবাস গুলশান সোসাইটি লেক পার্কে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, মাজার বা বাউল সংগীত, কাওয়ালি গানের ওপর কোথাও কোথাও হামলা হচ্ছে। তবে সেটা সব জায়গায় না।
এটা মনে রাখতে হবে একটি জায়গায় হলেও আমরা সহ্য করব না, আমাদের অবস্থানটা খুব পরিষ্কার। এই ব্যাপারে কোনো সহিষ্ণুতা দেখানো হবে না।
শিল্প-সংস্কৃতির ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার করে ফারুকী বলেন, শিল্পকলা একাডেমি প্রতি মাসে অনেকগুলো আয়োজন করছে। এই মাসে ১২টি সাধু মেলা ছিল।
আগামী মাসে দ্বিগুণ, অর্থাৎ ২৪টি সাধু মেলা হবে। আর এটা সরকারি উদ্যোগ। এ ছাড়া বেসরকারি উদ্যোগে তো নানান আয়োজন হতেই থাকবে।
নতুন বাংলাদেশের এই অগ্রযাত্রায় চীন
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর বিভিন্ন জায়গায় মাজারে হামলা-ভাঙচুরের একাধিক ঘটনা ঘটেছিল। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে তখনও সরকারের পক্ষ থেকে এসব বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। পরের কয়েক মাসে তা কমে আসে। এরই মধ্যে গত বুধবার ময়মনসিংহ শহরে শাহ সুফি সৈয়দ কালু শাহর মাজারে হামলা চালিয়ে মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এরপর গভীর রাতে কয়েকশ মাদ্রাসা ছাত্র হামলা চালিয়ে ২০০ বছরের পুরনো মাজারের একটি অংশ ভেঙে ফেলে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শহরের রাজনৈতিক নেতা, সংস্কৃতিকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও।
                            
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
                                
                
 
 কমেন্ট বক্স