১৫ বছরে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো ধ্বংস করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
১০-১২-২০২৪ ০৫:৩৪:০০ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১২-২০২৪ ০৫:৩৪:৪৭ অপরাহ্ন
ফাইল ছবি
গত ১৫ বছরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দিন। তিনি বলেন, গত সরকার প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। পাচারের জন্য নিয়ামক হিসেবে তারা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছে টিসিবিকে।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, গত ১৫ বছরে যে ক্ষতিটা আমাদের হয়েছে, তা প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো ধ্বংস করা হয়েছে। এটা আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। গুটিকয়েক মানুষ অর্থ চুরি করে নিয়ে গেছেন। এটা অবশ্যই নাগরিক হিসেবে আমাদের জন্য অসম্ভব চিন্তার বিষয়। এ ধরনের সাগর চুরি করতে গিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে।
আজ মঙ্গলবার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে প্রাইজ গিভিং সিরিমনি অফ ইফআরএফ-প্রাণ ২০২৪ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শেখ বশিরউদ্দিন বলেন, তেলের সবচেয়ে বড় সিন্ডিকেট পালিয়ে গেছে। সে তুলনায় আপনারা প্রভাবটা সেভাবে টের পাচ্ছেন না।
শ্বেতপত্রের তথ্য উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ইতিমধ্যে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে ২৮ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। এটি দেড় বছরের জাতীয় আয়কে একত্রিত করলে তার সমান হয়।
ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মীরধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স