ঢাকা , বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রণবীর কাপুরের সেলফিতে মেহজাবীন

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০৭:০৪:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০৭:০৪:৪৪ অপরাহ্ন
রণবীর কাপুরের সেলফিতে মেহজাবীন ফাইল ছবি
সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় বসেছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ আসর। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা 'সাবা'। মা-মেয়ের সম্পর্কের গল্পের এ সিনেমাটি নির্মাণ করেছেন মাকসুদ হোসাইন।


৫ ডিসেম্বর থেকে বসেছে উৎসবটির চতুর্থ আসর। চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। ১২ দিনের এই আয়োজনে সৌদি আরবসহ বিভিন্ন দেশের সিনেমা স্থান পেয়েছে, যা চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক বিশাল আনন্দের উপলক্ষ।

আয়োজনের লাল গালিচায় ইতোমধ্যে আলো ছড়িয়েছেন 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' তারকা ভিন ডিজেল, মিশেল রড্রিগেজ, অস্কারজয়ী আমেরিকান অভিনেতা উইল স্মিথ, অস্কারজয়ী মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো, অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্ট, অস্কারজয়ী আমেরিকান ফিল্মমেকার ও চিত্রনাট্যকার স্পাইক লি, বলিউডের আমির খান, কারিনা কাপুরসহ অনেকেই।

এদিকে রোববার (৮ ডিসেম্বর) আয়োজনটির লাল গালিচায় হাঁটেন বলিউডের রণবীর কাপুর এবং বাংলাদেশের মেহজাবীন চৌধুরী। এ দিনই তার সিনেমা প্রদর্শিত হবে এবং সিনেমা শেষে কনফারেন্স রুমে সময় দেবেন এই বাংলাদেশি তারকা।

এদিকে, রোববার (৮ ডিসেম্বর) মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে দুইটি ছবি পোস্ট করেন। একটিতে লাল শাড়িতে খোলা চুলে দেখা গিয়েছে তাকে। আর অন্য একটি ছবিতে বলিউড অভিনেতা রণবীর কাপুরের সেলফিতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে।

প্রসঙ্গত, এবারের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপন করেন ড্যানিয়েল রহমে ও হাকিম জামা এবং আয়োজনটি পরিচালনা করেন জোমানা আল-রশিদ, রেড সি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আসেরি, রেড সি ফিল্ম ফাউন্ডেশনের সিইও এবং শিভানি পান্ডিয়া মালহোত্রা। এবার উৎসবে ৮৫টি দেশের ৪৯ ভাষার ১২২টি সিনেমা প্রদর্শন করা হবে।
'

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ