ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতে হেরে বাংলাদেশের সিরিজ হাতছাড়া

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৬:২৪:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৬:২৪:৪০ অপরাহ্ন
টি-টোয়েন্টিতে হেরে বাংলাদেশের সিরিজ হাতছাড়া ফাইল ছবি
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৭ রানে হেরে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচে ২-০ তে সিরিজ নিশ্চিত করল সফরকারী আয়ারল্যান্ড।


সফরকারীদের দেওয়া ১৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭ বল বাকি থাকতে ৮৭ রানে গুটিয়ে যায় নিগার সুলতানাদের ইনিংস। প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টিতেও জবাবটা ভালোভাবে শুরু করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেটাররা। আয়ারল্যান্ডের পেসারদের সামনে অসহায়ভাবে উইকেট বিলিয়ে দিতে দেখা যায় নিগার সুলতানাদের।

এ ছাড়া পাওয়ার প্লের সুবিধাটা নিতে পারেননি স্বাগতিকরা, ২২ রান তুলতেই হারিয়ে ফেলেন চার উইকেট। দলীয় স্কোরবোর্ডে ৫০ রান তুলতে তাদের খরচ হয় ৯ ওভারেরও বেশি। খাদের কিনারে চলে আসা দলকে টেনে তোলার চেষ্টায় ছিলেন শারমিন আক্তার। স্বর্ণা আক্তারের সঙ্গে জুটি গড়ে দলের স্কোরবোর্ডে ব্যবধান কমিয়ে নেন তিনি। স্বর্ণা ২০ রানে আউট হলেও ব্যাট হাতে ক্রিজ আগলে ছিলেন শারমিন। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে ফেরেন তিনি। এরপর আর কোন জুটি গড়তে না পরায় ৮৭ রানেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস।

আইরিশদের হয়ে তিন উইকেট শিকার ও দলের হয়ে ৩২ রান তুলে ম্যাচ সেরা হন প্রেন্ডারগাস্ট। দুটি করে উইকেট পান লরা ডেলানি ও আরলেনে ক্যালি।

এর আগে, শনিবার (৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করে দুই আইরিশ ওপেনার গ্যাবি লুইস এবং অ্যামি হান্টার। ১৪ রানে লুইস আউট হলে ২৩ রান করে তাকে সঙ্গ দেন হান্টার।

তিন নম্বরে ব্যাট করতে নেমে রান তুলতে থাকেন ওরালা প্রেন্ডারগাস্ট। ২৫ বলে ৩২ রানের ইনিংস খেলেন এই আইরিশ ব্যাটার। এরপর লরা ডেলানিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন লেয়াহ পল। কিন্তু ১৮তম ওভারে জাহানারার বলে ক্যাচ আউট হন ১৬ রান করা পল।

শেষদিকে ডেলানি ৩৫ রানে আউট হলে, রাহ ফোর্বস ৪ রান এবং রেবেকা স্টোকেলে অপরাজিত ৯ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় আয়ারল্যান্ড।

বাংলাদেশের হয়ে দুই উইকেট শিকার করেন নাহিদা আক্তার। এ ছাড়াও জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস এবং ফাহিমা খাতুন একটি করে উইকেট পান।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ