ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘সরকারের উচিত ভারতের সঙ্গে পূর্ববর্তী গোপন চুক্তি জনসমক্ষে প্রকাশ করা’

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০৭:০০:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০৭:০০:২৭ অপরাহ্ন
‘সরকারের উচিত ভারতের সঙ্গে পূর্ববর্তী গোপন চুক্তি জনসমক্ষে প্রকাশ করা’ ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের এখন উচিত ভারতের সঙ্গে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের করা সব গোপন চুক্তি জনসমক্ষে প্রকাশ করা।

মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারের উচিত ভারতের স্বার্থে পরিচালিত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম স্থগিত করা, আন্তঃনদীর পানির সুষম বণ্টনের দাবিতে কার্যকর উদ্যোগ নেওয়া, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা, ফেলানীসহ সীমান্তে নিহতদের হত্যার বিচারের ব্যবস্থা করা এবং ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে জনকল্যাণমূলক নীতিগত অবস্থান গ্রহণ করা।

এদিকে, আগরতলার রাজধানী ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় সেখানকার কনস্যুলার সেবা বন্ধের ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে আপাতত আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনে কনস্যুলার সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ