অসুস্থ হয়ে ৯ শিক্ষার্থী হাসপাতালে
                                
                                
                                
                                    
                                        
                                            
                                                  বাংলার জমিন ডেস্ক :  
                                                
                                                     আপলোড সময় : 
                                                      
                                                                                                              ২৮-১১-২০২৪ ০৭:০০:০৮ অপরাহ্ন
                                                        
                                                
  
                                                
                                                     আপডেট সময় : 
                                                                                                            ২৮-১১-২০২৪ ০৭:০০:০৮ অপরাহ্ন
                                                       
                                                
 
                                             
                                         
                                        
                                        
                                     
                                 
                             
                            
                                
                                 ফাইল ছবি 
                             
                            
                            
                            
                                পটুয়াখালীর কলাপাড়ায় কোচিং সেন্টারে পড়া অবস্থায় ৯ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যায় ছটফট করতে থাকে তারা। পরে তাৎক্ষণিক কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বুধবার (২৮ নভেম্বর) রাত ৯ টার দিকে পৌর শহরের রহমতপুর এলাকায় জিএমএস টিচিং হোম কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা হলো-শারমিন, সম্প্রতি, ফাতেমা, ফারজানা, জেরিন, রুবা, ফাতেমা, হুমায়ারা মীম ও মমতাজ।
অভিভাবক ও শিক্ষক সূত্রে জানা যায়, প্রতিদিনের মত বুধবার বিকালের তারা ওই কোচিং সেন্টারে যায়। রাত ৯টার দিকে তাদের শ্বাসকষ্ট শুরু হয়। এরপর সহপাঠী ও শিক্ষকরা ওইসব অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা প্রদান করেন। তবে তারা ঠিক কি রোগে আক্রান্ত হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি চিকিৎসক।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিকাশ জানান, এসব শিক্ষার্থীরা শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিল। প্রাথমিকভাবে তিনি ধারণা করা হচ্ছে এটি সাইকোলজিক্যাল সমস্যা হতে পারে। কারণ একজন শিক্ষার্থী অসুস্থ হওয়ার দেখাদেখি অন্য শিক্ষার্থী একই ভাবে অসুস্থ হয়েছে। অসুস্থ সকল শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
                            
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
                                
                
 
 কমেন্ট বক্স