শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
২১-১০-২০২৪ ০৩:৫৪:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
২১-১০-২০২৪ ০৩:৫৪:৪৫ অপরাহ্ন
বাংলাদেশের শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন করেছে কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গণে সকল কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, কতিপয় অকৃতকার্য শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের এখতিয়ার বহির্ভূত দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে। এ সময় শিক্ষার্থী গেটে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করাসহ গালমন্দ এবং ঢাকা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং আসবাবপত্র ভাঙচুর করে। তারই প্রতিবাদে সারাদেশে আন্তঃবোর্ডের কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন করে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স