ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শটগান দিয়ে মৌসুমীকে ভয় দেখাতেন সানী

বিনোদন ডেক্স
আপলোড সময় : ১৫-১০-২০২৪ ০৪:৪২:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১০-২০২৪ ০৪:৪২:৩৭ অপরাহ্ন
শটগান দিয়ে মৌসুমীকে ভয় দেখাতেন সানী ফাইল ছবি
ঢাকাই সিনেমার তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। নব্বইয়ের দশক থেকে দেশের ইন্ডাস্ট্রিতে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তারা। একসঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। বাস্তব জীবনেও এই জুটির বন্ধন অটুট। তবে সানীকে ভয় পেতেন মৌসুমী। সানীও শটগান দিয়ে ভয় দেখাতেন মৌসুমীকে। সংবাদমাধ্যমকে বিয়ের আগের গল্প শোনাতে গিয়ে এ রকম তথ্য দিয়েছেন জনপ্রিয় এই নায়ক।


আপনি নাকি মৌসুমীর শুটিং সেট লক্ষ্য করে বন্দুক উঁচিয়ে গুলির ভয় দেখাতেন? এমন প্রশ্নের জবাবে সানি বলেন, 'এটি একটি প্রোপাগান্ডা বা গুজব। ১৯৯৫ সালের আগের ঘটনা। আমি তখন ভারত থেকে একটি শটগান কিনে আনি, যা ছিল খেলনা শটগান। তবে দেখতে অবিকল শটগানের মতো ছিল। এটি দিয়ে আমি একদিন মৌসুমীকে ভয় দেখাই। কীভাবে ভয় দেখিয়েছিলাম সেটি এখন ব্যাখ্যা করে দিচ্ছি। আমি তখন মহাখালী ডিওএইচএস থাকি। মৌসুমীও একই এলাকায় থাকে। আমার বাসা থেকে ওর বাসা দেখা যেত। তো আমি ল্যান্ডফোনে ওর বাসার নম্বরে কল দিই। এরপর মৌসুমীকে কথার ছলে আমি আমার খেলনা শটগানটি দূর থেকে দেখিয়ে বলি গুলি করলাম, এই করলাম গুলি। ও এই বিষয়টি নিয়ে পরে আমার বন্ধু পরিচালক উত্তম আকাশকে বলে, সানী ভাই আমার সঙ্গে কেমন করে দেখেন... এইতো। এ ছাড়া তেমন কিছু নয়। তখন বয়স কম ছিল, অনেক কিছুই করতে মন চাইত।'

সানী আরও বলেন, 'আমি তখন ফার্মগেট থাকি। সকাল ৮টা কি ৯টা বাজে। বাসার বাইরে তাকিয়ে দেখি একটি মাইক্রোবাস এসে থামল। মাইক্রো থেকে মৌসুমী দৌড়ে নামল। সোজা আমার বাসায় এসে বলে, 'সানী ভাই আপনি ঠিক আছেন?' তারপর আমি তাকে প্রশ্ন করি, 'কেন, কী হয়েছে?' উত্তরে সে বলে, 'তেমন কিছু না। আপনাকে নিয়ে খারাপ একটি স্বপ্ন দেখেছি, তাই দেখতে আসলাম।'
আরও পড়ুন
জীবন এত ছোট নয় যে সহজেই ব্যর্থ হবে: তৌসিফ

জনপ্রিয় এ নায়ক আরও বলেন, 'ওই দিনই আমি সিদ্ধান্ত নিই বিয়ে করলে এ মেয়েকেই করব। এমন অনেক ভালোবাসার ঘটনা আছে আমাদের। যেসব কথা মনে পড়লে হাসি পায় এবং ভালোও লাগে।'

১৯৯৪ সালে পরিচালক দিলীপ সোম মৌসুমী-ওমর সানীকে নিয়ে নির্মাণ করেন 'দোলা' নামের সিনেমা। এ সিনেমা দিয়েই একসঙ্গে পথচলা শুরু এ জুটির। এরপর বহু হিট সিনেমা উপহার দিয়েছেন তারা। মৌসুমী-ওমর সানী জুটির উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো 'আত্ম অহংকার', 'প্রথম প্রেম', 'মুক্তির সংগ্রাম', 'হারানো প্রেম', 'গরিবের রানী', 'প্রিয় তুমি', 'সুখের স্বর্গ', 'মিথ্যা অহংকার', 'ঘাত প্রতিঘাত', 'লজ্জা', 'কথা দাও' ও 'সাহেব নামে গোলাম'।

১৯৯৫ সালের ২ আগস্ট ভালোবেসে বিয়ে করেন ওমর সানী-মৌসুমী। প্রায় তিন দশক হয়ে গেছে দাম্পত্য জীবনের। তাদের সংসার আলো করে আছে পুত্র ফারদিন এহসান ও কন্যা ফাইজা। ছেলে দেশেই থাকেন। বিয়ে করেছেন। স্ত্রীর নাম আয়েশা। আর কন্যা ফাইজা যুক্তরাষ্ট্রের নাগরিক

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ