৫৭ ধাপ পিছিয়ে থাকা প্যারাগুয়ের কাছে হারল ব্রাজিল
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
১১-০৯-২০২৪ ১২:১১:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৯-২০২৪ ১২:১১:৩২ অপরাহ্ন
ফাইল ছবি
২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকা বাছাইপর্বে র্যাংকিংয়ে ৫৭ ধাপ পিছিয়ে থাকা প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল।
বুধবার (১১ সেপ্টেম্বর) প্যারাগুয়ের দেল চাকো স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এদিন ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে মনযোগী থাকলেও ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিল। ম্যাচের ২০তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত এক গোল করে প্যারাগুয়েকে এগিয়ে নেন ডিয়েগো গোমেজ। গোল হজম করে আক্রমণে ধার বাড়ালেও প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে পারছিল না ব্রাজিল। প্রথম হাফে মাত্র দুটি শট নিতে পারে তারা।
দ্বিতীয় হাফে বেশ কয়েকটি শর্ট নিলেও প্যারাগুয়ের জালে বল পাঠাতে ব্যার্থ হয় ব্রাজিল। ফলে স্বাগতিকদের বিপক্ষে এক গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ভিনিসিউসদের।
এই হারে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে ব্রাজিল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে প্যারাগুয়ে। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।
অন্যদিকে, বিশ্বকাপ বাছাইপর্বের আরেক ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। আর ভেনেজুয়েলার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে উরুগুয়ে।
অরটি
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স