ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেফতার ১

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৪-০৮-২০২৪ ০২:০০:০২ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৮-২০২৪ ০২:০২:৫০ অপরাহ্ন
পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেফতার ১ ফাইল ছবি
পুলিশ পরিচয়ে 'অন টেস্ট' লেখা মোটরসাইকেল ব্যবহার করে ১ লক্ষ ৬০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ডিএমপির শেরেবাংলা নগর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ হুমায়ুন কবির।

আজ মঙ্গলবার (১১ জুন ২০২৪) সকালে নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে উপস্থিত সাংবাদিকদের বিস্তারিত জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক, পিপিএম-সেবা।

তিনি বলেন, মোঃ আয়নাল হক ও তার ব্যবসায়ীক বন্ধু আলম গত ৩ জুন সকালে নাটোর থেকে বাসযোগে কল্যাণপুর আসেন। বাসস্ট্যান্ডে নেমে বঙ্গ বাজার যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করতে ছিলেন। এই সময় অজ্ঞাতনামা একজন লোক এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বলে মাদক উদ্ধার অভিযান চলছে আপনাদের তল্লাশি করা হবে। এসময় ডিবি পুলিশ পরিচয়দানকারী ব্যক্তি রাস্তার বিপরীত পাশে তার স্যার আছে বলে আলমকে পাঠিয়ে দেয়। সামনে তার আরও এক স্যার আছে বলে আয়নালকে মোটর সাইকেল করে শেরেবাংলা নগর থানা এলাকার ন্যাশনাল চক্ষু হাসপাতালের সামনে নিয়ে য়ায়। পরে ছিনতাইকারীর হাতে থাকা চাকু দেখিয়ে আয়নালের নিকটে থাকা ১ লক্ষ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। এ ঘটনায় আয়নাল হক শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরো বলেন, শেরেবাংলা থানা পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত একজনের অবস্থান সনাক্ত করা হয়। এরপর গতকাল সোমবার খুলনা জেলার হরিনটানা থানা এলাকা হতে মোঃ হুমায়ন কবিররক গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ছিনতাইকৃত ১ লক্ষ ৪০ হাজার টাকা, এক জোড়া জুতা ও ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে।

অপরাধের কৌশল সম্পর্কে উপ-পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃত হুমায়ন কবির নতুন মোটর সাইকেল ক্রয় করে নম্বর প্লেট ছাড়াই 'অন টেস্ট' স্টিকার ঝুলিয়ে দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছিনতাই করে। তাকে যাতে সনাক্ত করতে না পারে সেজন্য অভিনব কৌশল হিসেবে নম্বর প্লেটবিহীন মোটর সাইকেল ব্যবহার করেন।

শেরেবাংলানগর থানার মামলায় হুমায়ুন কবিরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকতা।ডিএমপি নিউজ :

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ