ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়া কাপের দল ঘোষণা ভারতের

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৭-০৭-২০২৪ ০২:৫০:২২ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৭-২০২৪ ০২:৫০:২২ অপরাহ্ন
এশিয়া কাপের দল ঘোষণা ভারতের ফাইল ছবি
দরজায় কড়া নাড়ছে নারী এশিয়া কাপ। চলতি মাসেই শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।


হারমানপ্রীত কৌরকে অধিনায়ক করে ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। যেখানে স্মৃতি মান্ধানাকে হারমানপ্রীতের ডেপুটি হিসেবে রাখা হয়েছে।

এবার একটি দল বেড়ে ৮টি দল নিয়ে দক্ষিণ এশিয়ার এই শ্রেষ্ঠত্বের লড়াই আয়োজিত হবে। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। 'বি' গ্রুপে স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও প্রতিপক্ষ হিসেবে মালয়েশিয়া ও থাইল্যান্ডকে পেয়েছে বাংলাদেশ। 'এ' গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত রয়েছে।

আগামী ১৯ জুলাই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের পর্দা উঠবে। আর ২৮ জুলাই জমজমাট ফাইনালের মধ্য দিয়ে বিজয়ী নির্ধারণ করা হবে।

ভারত স্কোয়াড : হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমিমা রদ্রিগেজ, রিচা ঘোষ, উমা ছেত্রী, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিংহ ঠাকুর, দয়ালন হেমলতা, আশা শোভনা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল এবং সাজনা সজীবন।

রিজার্ভ : শ্বেতা সেহরাবত, সাইকা ইশাক, তনুকা কানওয়ার এবং মেঘনা সিংহ।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ