ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যক্তির দায় নেবে না বাহিনী : আইজিপি

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০২-০৭-২০২৪ ০২:১৪:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৭-২০২৪ ০২:১৪:৩৬ অপরাহ্ন
ব্যক্তির দায় নেবে না বাহিনী : আইজিপি ফাইল ছবি
পুলিশের সাবেক প্রধান বেনজীর আহমেদ ইস্যুতে কোন ব্যক্তির দায় বাহিনী নেবে না বলে সাফ জানিয়ে দিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন ।

মঙ্গলবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পুলিশের শুদ্ধি অভিযান প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, তার সংস্থা বসে নেই, তারা কাজ করছেন। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ এলেই তারা তদন্তে নামেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। অপরাধীদের অপরাধের ধরন পরিবর্তনের সাথে সাথে আমরা পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করছি। অত্যাধুনিক সরঞ্জামাদি বাহিনীতে যুক্ত করা হচ্ছে। পুলিশ বাহিনী তার গৌরবের সাথে পেশাদারিত্ব বজায় রেখে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। কোন ব্যক্তি বিশেষে দায় পুলিশ বাহিনীর উপর পড়বে না।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ প্রধান। এরপর বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন তিনি।

বিডি-প্রতি

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ