ঢাকা , মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ , ১১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

গরুবাহী ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ীসহ দুইজন নিহত

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১২-০৬-২০২৪ ০২:৪৮:০২ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৬-২০২৪ ০২:৪৮:০২ অপরাহ্ন
গরুবাহী ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ীসহ দুইজন নিহত ফাইল ছবি
কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যান এর পিছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন।

বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জের পুটিয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার লাকসাম উপজেলার গরু ব্যবসায়ী রাসেল মিয়া (৪০) এবং অপরজন অজ্ঞাত। তবে পুলিশের ধারণা অজ্ঞাত পরিচয়ের মৃতদেহটি গরুবাহী ট্রাকের হেল্পারের।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে নয়টায় কুমিল্লাগামী গরুবাহী ট্রাকটি মহাসড়কের পুঁটিয়া এলাকায় সামনের একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী রাসেলসহ দুইজন নিহত হন।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনজুরুল আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। চালক পলাতক। এ অবস্থায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ট্যাগ: কুমিল্লাট্রাকনিহত

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ