ঝুলন্ত মরদেহ উদ্ধার ,ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
২৩-০৫-২০২৪ ০৭:২১:০০ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৫-২০২৪ ০৭:২১:০০ অপরাহ্ন
ফাইল ছবি
রাজধানীর ওয়ারীতে অরিত্র সাহা (২১) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১টার দিকে ওয়ারী যোগীনগর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, অরিত্র সাহা নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বারদীবাজার এলাকার শম্ভু সাহার ছেলে। বর্তমানে ওয়ারী যোগীনগর হাজী সালাউদ্দিনের বাড়ির চতুর্থ তলায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি বেকার ছিলেন।
অরীত্র সাহার ভাই লোকনাথ সাহা জানান, তাঁরা যোগীনগরের বাসায় ভাড়া থাকেন। অরিত্র কিছুই করতেন না। নেশাগ্রস্ত ছিল। মাঝে মাঝে নেশার টাকার জন্য মা শিল্পী সাহার সঙ্গে ঝগড়া করতেন। আজ সকাল থেকে মায়ের কাছে টাকা চাইতে থাকে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ঝগড়া করে রুমের দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পর দরজা না খুলে না। পরে ওয়ারী থানায় খবর দেওয়া হয়।
লোকনাথ সাহা আরও জানান, পুলিশ এসে দরজা ভেঙে ফেলে। রুমের ভেতরে দেখা যায়, অরিত্র সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে আছে।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, 'দুপুরে সংবাদ পেয়ে যোগীনগরে যাওয়া হয়। এরপর ঘরের দরজা ভেঙে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবার থেকে জানতে পেরেছি, নেশার টাকা না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁসি দিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।'
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স