ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় জাল রুপি, জাল টাকা ও সরঞ্জামসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার

১০ লাখ ২০ হাজার টাকার জাল নোট, ১ লাখ মূল্যের জাল রুপি ও জাল টাকা সহ গ্রেপ্তার

আপলোড সময় : ০৫-০৮-২০২৩ ০৮:৫৫:২২ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৮-২০২৩ ০৮:৫৫:২২ অপরাহ্ন
১০ লাখ ২০ হাজার টাকার জাল নোট, ১ লাখ মূল্যের জাল রুপি ও জাল টাকা সহ গ্রেপ্তার জাল টাকা এবং জাল রুপি


 বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় জাল রুপি, জাল টাকা এবং জাল রুপি ও টাকা তৈরির সরঞ্জামসহ জালিয়াত চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ মাহি, সাজ্জাদ হোসেন রবিন ও সাদমান হোসেন হৃদয়। এ সময় তাদের কাছে থেকে ১০ লাখ ২০ হাজার টাকার জাল নোট, ১ লাখ মূল্যের জাল রুপি ও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টার, কালি ও কাগজ উদ্ধার করা হয়।

শুক্রবার রাতে রাজধানীর লালবাগ ও ঢাকা জেলার কেরানীগঞ্জে ধারবাহিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আজ শনিবার বেলা ১১:৩০টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: জাফর হোসেন।

উপ-পুলিশ কমিশনার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় লালবাগ থানার আরএনডি এলাকায় অভিযান চালিয়ে মোঃ মাহিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে মাহির দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে রবিন ও হৃদয়কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৯ লাখ ৭০ হাজার টাকার জাল নোট ও ১ লাখ মূল্যের জাল রুপিসহ জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

ডিসি লালবাগ বলেন, গ্রেফতারকৃতরা দুই ভাগে কাজ করতো। এক পক্ষ জাল টাকা তৈরি করতো। আরেক পক্ষ তৈরিকৃত জাল টাকা ও রুপি বাজারজাত করতো। তৈরিকারীরা প্রতি লাখ জাল জাল টাকা ১০/১২ হাজার টাকা ও প্রতি লাখ রুপি ৭/৮ হজার টাকায় বিক্রি করতো।

ডিসি লালবাগ আরও বলেন, এ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে। লালবাগ থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সবাইকে আসল টাকার ফিচার সম্পর্কে অবগত হওয়া ও টাকা লেনদেন করার সময় সচেতন থাকার পরামর্শ প্রদান করেন পুলিশের এ কর্মকর্তা।
ডিএমপি নিউজ:

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ