ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ পোশাক এনেছে ইজি

বিনোদন ডেক্স
আপলোড সময় : ২৫-০৩-২০২৪ ০৪:৩১:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৩-২০২৪ ০৪:৩১:০৬ অপরাহ্ন
ঈদ পোশাক এনেছে ইজি ফাইল ছবি
ছেলেদের ঈদ পোশাক মানেই শার্ট বা পাঞ্জাবি। এবার তাই নতুন ডিজাইনের বৈচিত্র্যময় পোশাক নিয়ে হাজির হয়েছে ফ্যাশন ব্র্যান্ড ইজি। ফ্যাশন সচেতন তরুণদের কথা মাথায় রেখে ইজি সাজিয়েছে তাদের নতুন শার্টের কালেকশন।

বাহারি ডিজাইনের বৈচিত্র্যময় নতুন পোশাকে সব সময় নিজেদের ভিন্নতা তুলে ধরতে কাজ করছে ইজি। ঈদে তাদের স্বকীয়তা বজায় রেখে রং ছড়িয়েছে নতুন ও মনকাড়া ডিজাইনের শার্টে এনেছে তারা। ফ্যাশন প্রিয়দের মন রাঙাতে আকর্ষণীয় সব পোশাক ও ফ্যাশন অনুষঙ্গ মিলবে তাদের সকল আউটলেটে।


ইজির সত্ত্বাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, শুধু মুনাফা নয় গ্রাহকদের সেবা দেওয়া মূল লক্ষ্য। ঢাকা ছাড়াও দেশের সকল জেলাতেই ইজির শো-রুম রয়েছে।

গরমের বিষয়টি মাথায় রেখে বাছাই করা হয়েছে ফেব্রিক। গরমের বিষয়টি মাথায় রেখে বাছাই করা হয়েছে ফেব্রিক। ছবি: ইজি

এবার ঈদে বাহারি সব ডিজাইন কালেকশন রয়েছে ইজি শোরুম গুলোতে। এবারের বিশেষ আয়োজন থাকছে নতুন ডিজাইনের শার্ট। এ ছাড়াও মিলবে টি-শার্ট, পলো-শার্ট, ফরমাল শার্ট, ক্যজুয়াল শার্ট, পাঞ্জাবি, কটি ও কাবলি সেট। বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন ফেসবুক

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ