ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কন্যাসন্তানের মা হলেন লিজা

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৯-০৩-২০২৪ ০১:০৬:১০ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৩-২০২৪ ০১:০৬:১০ অপরাহ্ন
কন্যাসন্তানের মা হলেন লিজা ফাইল ছবি

মা হতে যাচ্ছেন সানিয়া সুলতানা লিজা—সোমবার (১৮ মার্চ) এমনটাই শোনা গিয়েছিল। সেই রেশ থাকতে থাকতেই এসে গেল সেই শুভক্ষণ। নিউইয়র্কের একটি হাসপাতালে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন লিজা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য জানিয়েছেন টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম।

তিনি লিখেছেন, 'জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা কন্যাসন্তানের মা হয়েছেন। ১৮ মার্চ সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের একটি হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেন লিজা। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।'



বিয়ের দুই বছরের মাথায় মাতৃত্বের স্বাদ পেলেন লিজা। গত নভেম্বরে প্রকাশ্যে এসেছিল তাঁর বিয়ের খবর। যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী সবুজ খন্দকারকে বিয়ে করেন তিনি। অনেকটা চুপিসারেই পরিবারের উপস্থিতিতে বিয়ে সেরে নিয়েছিলেন তাঁরা।



প্রসঙ্গত, ২০০৮ সালে 'ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ' প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। তারপর থেকে সংগীতাঙ্গনে সরব বিচরণ এই কণ্ঠশিল্পীর। তাঁর গাওয়া 'এক বৃষ্টিতে', 'প্রাণ জুড়ে', 'এক যমুনা', 'আসমানী', 'প্রেম যমুনা', 'তারে দেখি আমি রোদ্দুরে' গানগুলো ব্যাপক শ্রোতাপ্রিয়।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ