ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অবসর নিয়ে নিলেন রোমান সানা

বিনোদন ডেক্স
আপলোড সময় : ০৩-০৩-২০২৪ ০১:৪৪:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৩-২০২৪ ০১:৪৪:৫৯ অপরাহ্ন
অবসর নিয়ে নিলেন রোমান সানা ফাইল ছবি
একদিক থেকে বাংলাদেশে আর্চারির শেষ কথা রোমান সানা। অপ্রচলিত এই খেলাকে সবার নজরে এনেছেন এই আর্চার। সেই রোমান আর বাংলাদেশ জাতীয় দলে আর খেলার সিদ্ধান্ত নিয়েছেন!

এ ব্যাপারে ফেডারেশনকে চিঠি দেবেন বলে জানিয়েছেন বৈশ্বিক কোনো প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে প্রথম কোনো পদকজয়ী রোমান সানা। আজ সংবাদমাধ্যম সকাল সন্ধ্যাকে রোমান বলেছেন, 'আর জাতীয় দলের হয়ে খেলব না। জাতীয় দল থেকে অব্যাহতি চেয়ে চিঠি লিখেছি। দুয়েক দিনের মধ্যেই চিঠিটা ফেডারেশনে জমা দিয়ে দেব।'

গত ২০-২৫ ফেব্রুয়ারি ইরাকে অনুষ্ঠিত হয়েছে এশিয়া কাপ আর্চারির স্টেজ ওয়ান প্রতিযোগিতা। সেই দল থেকে বাদ পড়েছিলেন রোমান।

গত কিছু দিন থেকেই রোমানের পারফরম্যান্সে আগের ঔজ্জ্বল্য নেই, সে সঙ্গে চোটও ঝামেলা পাকাচ্ছে। প্যারিস অলিম্পিকের কোয়ালিফাইং টুর্নামেন্টে গত বছর থাইল্যান্ডে ভালো করতে পারেননি। র বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) প্যারিস অলিম্পিকের ওয়াইল্ড কার্ডের জন্য আর্চারি থেকে যাদের নাম দেওয়া হয়েছে, সেই তালিকায়ও নেই রোমানের নাম।

ফলে হতাশা ও অভিমান মিলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন দেশসেরা আর্চার। আর সে থেকেই এমন সিদ্ধান্ত, 'আর ভালো লাগছে না খেলতে। জানি বাংলাদেশকে এখনও অনেক কিছু দেওয়ার সামর্থ্য আছে। কিন্তু ইনজুরি আছে। তাছাড়া আর মানসিক চাপও নিতে পারছি না।'

সতীর্থের সঙ্গে বাজে আচরণের দায়ে ২০২২ সালে রোমানকে ২ বছরের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক সব রকমের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছিল ফেডারেশন। নিষেধাজ্ঞার মেয়াদ পরে কমিয়ে আনে ফেডারেশন কর্মকর্তারা।

কিন্তু আগের সেই রোমান সানার দেখা মিলছে না। অবসরের সিদ্ধান্তে অভিমানের সুরটাই বেশি ২৮ বছর বয়সীর কণ্ঠে, 'আমি নিজেও জানি আরও ১০ বছর খেলতে পারব। কিন্তু কীসের আশায় খেলব? ১৪ বছর জাতীয় দলে খেলে কী পেয়েছি? বাংলাদেশের ইতিহাসে আর্চারিতে সর্বোচ্চ সাফল্য এনে দিলাম। কিন্তু কোথা থেকেও কিছু পেলাম না। এটা খুব দুঃখজনক।'

নিজের সিদ্ধান্তের পেছনে ফেডারেশনকেই যেন দায় দিলেন রোমান, 'আমি যত দিয়েছি ততোই ফেডারেশন থেকে ফ্যাসালিটিজ কমেছে। আমি না হয় ছোট মানুষ ভুল করতেই পারি। আপনারা আমার পিতার মতো। আমাকে বুকে টেনে নিতে পারতেন। এত চাপ আর আমি নিতে পারি না। আর এত বাধা বিপত্তির ভেতরে থাকতেও ইচ্ছা করে না।'

২০১৯ সালে বিশ্ব আর্চারিতে ব্রোঞ্জ জিতেন রোমান। বাংলাদেশের প্রথম কোনো অ্যাথলেট হিসেবে হিসেবে সরাসরি অলিম্পিকে কোয়ালিফাই করেন।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ