ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় পার্টির দুই প্রার্থীর মনোনয়ন দাখিল

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৮-০২-২০২৪ ১২:২২:০০ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০২-২০২৪ ১২:২২:০০ অপরাহ্ন
জাতীয় পার্টির দুই প্রার্থীর মনোনয়ন দাখিল ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে প্রার্থীতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সালমা ইসলাম ও ভাইস চেয়ারম্যান নুরুন নাহার। রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে (ইসি) তাঁরা মনোনয়ন পত্র দাখিল করেন।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, 'যদি জাতীয় পার্টির ১৩ জন কার্যকর ভূমিকা রাখতে পারে তবে সংসদকে কার্যকরী করা সম্ভব, সংখ্যা দিয়ে কিছু হয় না। ৭ তারিখের নির্বাচনে এসে গণতন্ত্রকে বাঁচিয়েছে জাতীয় পার্টি, আমরা গতবারের মতো এবারও সংসদে কার্যকর ভূমিকা রাখবো।'

এবার সংরক্ষিত নারী আসন বণ্টনে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন স্বতন্ত্র নির্বাচিত ৬২ সংসদ সদস্য। এতে ৫০টি আসনের ৪৮টিই পাচ্ছে ক্ষমতাসীনরা। আর বাকি দুটি পাচ্ছে জাতীয় পার্টি।

    সংরক্ষিত আসন: জাতীয় পার্টির মনোনয়ন পেলেন সালমা-নাহারসংরক্ষিত আসন: জাতীয় পার্টির মনোনয়ন পেলেন সালমা-নাহার

গত ১৫ ফেব্রুয়ারি সালমা ইসলাম ও নূরুন নাহার বেগমকে এই দুই আসনের জন্য মনোনয়ন দেয় জাতীয় পার্টি।

সালমা ইসলাম জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় নির্বাচনে তিনি ঢাকা-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমানের কাছে পরাজিত হন। এর আগেও সালমা সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

অন্যদিকে, নূরুন নাহার বেগম দলের ভাইস চেয়ারম্যান ছাড়াও ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ মার্চ সংরক্ষিত নারী আসনে ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৯ ও ২০ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ ফেব্রুয়ারি।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ