ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ৩

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৩-০১-২০২৪ ০১:৪১:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০১-২০২৪ ০১:৪১:০৬ অপরাহ্ন
পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ৩ ফাইল ছবি
ময়মনসিংহের তারাকান্দায় আলুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে চিনিবোঝাই পিকআপভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, পিকআপভ্যানের চালক কামরুল ইসলাম, যাত্রী আব্দুল কাদির ও মিজানুর রহমান। নিহতদের বাড়ি হালুয়াঘাট উপজেলায়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী জানান, সকাল ৮টার দিকে মহাসড়কের ওই জায়গায় ফুলপুরগামী আলুবোঝাই একটি ট্রাক ও ময়মনসিংহগামী পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপেরচালক কামরুল মিয়া নিহত হন এবং পিকআপের আরও দুই যাত্রী গুরুতর আহত হয়। আহতদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ