১ দফা দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
২০-১১-২০২৩ ০৬:৩২:২৬ অপরাহ্ন
আপডেট সময় :
২০-১১-২০২৩ ০৬:৩২:২৬ অপরাহ্ন
ফাইল ছবি
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার, খালেদা জিয়ার মুক্তিসহ ১ দফা দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, আগামী বুধবার ও বৃহস্পতিবার (২২ ও ২৩ নভেম্বর) সারাদেশে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। আমি যুগপৎ আন্দোলনের শরিক সব দলকে এ কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানাচ্ছি।
এদিকে পাঁচ দফা অবরোধের পর জাতীয় সংসদ নির্বাচনের "একতরফা" তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন চলছে। গেল বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ হরতালের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
c/24
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স