ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিএনজিচালিত অটোরকিশাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৯-১১-২০২৩ ০৫:৫৫:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১১-২০২৩ ০৫:৫৫:৩৫ অপরাহ্ন
সিএনজিচালিত অটোরকিশাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ফাইল ছবি
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে একটি সিএনজিচালিত অটোরকিশাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই সিএনজিতে আগুন ধরে যায়।

রোববার (১৯ নভেম্বর) কাজী আলাউদ্দিন রোডের ওয়ান স্টার হোটেলের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে ছিল সিএনজি অটোরিকশাটি। এ সময় হঠাৎ ককটেল এসে সিএনজিটির সামনের গ্লাসে পড়লে মূহূর্তেই গ্লাসটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। পরে সিএনজিতেও আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস মিডিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার।

তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ককটেল নিক্ষেপের পর সিএনজিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভায়।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ